মেহেরপুর নিউজ:
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, ইউ আর সির ইন্সট্রাক্টর আব্দুল মতিন, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলি টোকন, আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ৯ ইউনিয়নের মোট ৯ দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বুড়িপোতা ইউনিয়ন শুভ সূচনা করেছে। উদ্বোধনী খেলায় বুড়িপোতা ইউনিয়ন ৩৩-১২ পয়েন্টে শ্যামপুর ইউনিয়নকে পরাজিত করে।