মেহেরপুর নিউজ, ২৬ জুন : মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার কাওমী মাদ্রাসা প্রধানদের সাথে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় করা হয়।
বুধবার জেলা প্রশাসকের কক্ষে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা কাওমী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফজুর রহমান, খাদিমুল ইসলাম প্রমুখ।
সভায় জেলা প্রশাসক আতাউল গনি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের বাংলা, অংক ও ইংরাজিতেও পারদর্শী করতে হবে।