বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা

By মেহেরপুর নিউজ

July 13, 2018

মেহেরপুর নিউজ, ১৩ জুলাই:

মেহেরপুর জেলায় কাঁচা মরিচের দাম কেজি প্রতি ৮-১০ টাকা বেড়েছে। এছাড়াও এ সপ্তাহে পেঁয়াজ, রসুন, আদা, আলু, কলা, করল্লা, মাছ, মাংস একই স্থানে রয়েছে। শুক্রবার মেহেরপুর শহরের বড় বাজারের আড়তে কাঁচামরিচ পায়কারি দর প্রতি ৫ মিনিট পর পর ওঠা নামা করতে দেখা গেছে। ৫ মিনিট আগে ৮৫ টাকা সেটা ৫মিনিট পরে ৯০ আবার কখনো ৯৫ টাকায় কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে বাজার গুলোতে পেঁয়াজ পায়কারি ৩৮-৪০, খুচরা ৪৫-৫০, রসুন পায়কারি ৩২-৩৫, খুচরা ৪৫-৫০,আলু পাইকারি  ১৮-৩০, খুচরা ২২-২৪, করল্লা পাইকারি ২০, খুচরা ২৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়াও নতুন কচু, পুঁইশাক, চাল কুমড়া, কাটুয়া ডাটা সহ অন্যান্য তরকারী আগের দামেই বিক্রি হচ্ছে।

বাজারে গরু, দেশি মুরগী, ব্রয়লার, সোনালী মুরগী  একই স্থানে রয়েছে। বাজারে মাছের আমদানী যথেষ্ট যেমন রয়েছে তেমনী দামও ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। তবে খুচরা বাজারে মাছের ওজন নিয়ে ক্রেতাদের অভিযোগ রয়েছে। কেননা মাছের ওজন কম দেওয়া হচ্ছে এমন অভিযোগ অনেক ক্রেতার। বাজারে ছোট আকারের ইলিশ থেকে শুরু করে রুই, কাতলা, মৃগেল, গ্লাসকাপ, সিলভাকাপ সহ সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে।