মেহেরপুর নিউজ:
মেহেরপুরে কাঁচাবাজারে কাঁচা ঝালের দাম বেড়েই চলেছে। পেঁয়াজের মূল্য এক সপ্তাহে দ্বিগুণ সবজি বাজারের অবস্থা বেহাল দশা হলেও বাজার নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা না থাকায় ক্রেতা সাধারণকে বাজারে গিয়ে হাঁপিয়ে উঠতে হচ্ছে।
বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে কাঁচা ঝাল ১০ টাকা কেজি দরে শুরু হওয়ার পর বর্তমানে ২শ টাকা কেজি বিক্রি শুরু হয়েছে। সকালে কিছুটা দাম কমলেও বিকালের দিকে আবারো বেড়ে যাচ্ছে।
গত সপ্তাহে মেহেরপুরে পেঁয়াজের কেজি ৪০ টাকা থেকে বেড়ে দ্বিগুণ অর্থাৎ ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। বেগুন বাজারে ১শ টাকা কেজি, আদা ২০০ টাকা কেজি, পটল ৪০ টাকা কেজি, টাকা আলু ৩৫ টাকা কেজি, ছোট আকারের লাউ ২৫ টাকা পিস, ঢেঁড়স ৪০ টাকা কেজি, ঝিঙ্গা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে মাছের বাজারে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া গেলেও দাম মোটামুটি নাগালের মধ্যে রয়েছে। চলতি মৌসুমে শুক্রবার রেকর্ড পরিমাণ ইলিশ মাছ বাজারে দেখা গেছে তবে বড় সাইজের ইলিশ ১২০০ টাকা কেজি, মাঝারি সাইজের ইলিশ ৬০০ টাকা কেজি এবং ছোট ইলিশ মাছগুলো ৪০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। অন্যান্য মাছ থাকলেও এবারে দাম কিছুটা বেশি। দেশি প্রজাতির মাছ থাকলেও তা ধরা ছোঁয়ার বাইরে।
মেহেরপুর শহরে বড় বাজার এলাকায় বাজার করতে এসে অনেক ক্রেতা জানিয়েছেন মাছ মাংস যেমন তেমন সবজি বাজারে ঢুকলে দম বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। কেননা প্রতিটি সবজির দাম আকাশচুম্বী। বিশেষ করে কাঁচাঝাল এবং পেঁয়াজ ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এমতাবস্থায় বাজার মনিটরিং করার জন্য জেলা প্রশাসকদের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য অনেকেই আহ্বান জানিয়েছেন।