মেহেরপুর নিউজ, ০৭ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ার মাঠে শক্রতা করে কলা কেটে টুকরো টুকরো করে ফেলে রেখে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় এঘটনা ঘটানো হয়। এতে জমির মালিকের অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জানাগেছে, সদর উপজেলার আমদাহ ইউনিয়নের বামনপাড়া গ্রামের কেসমত আলী খানের ছেলে ওহাব খান বামপাড়ার খাপড়া আড়ির মাঠে ২ বিঘা জমি লিজ নিয়ে কলার চাষ করেন। শুক্রবার ওই কলা বিক্রি করার কথা ছিল। কিন্তু বিক্রি করার আগের রাতে কে-বা করা কলা বাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কলার কান্দি থেকে প্রতিটি কলা টুকরো টুকরো করে কেট ফেলে রেখে যায়। শুক্রবার সকালে এলাকার কৃষকরা মাঠে গিয়ে কলা কাটা দেখে মালিক ওহাব খানকে খবর দেয়। খবর পেয়ে ওহাব খান ঘটনা স্থলে পৌছে কলা কাটার দৃশ্য দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। এদিকে বিষটি জানাজানি হলে গ্রামবাসী মাঠে ভীড় জমায় এবং এধরনের ন্যাক্কার জনক ঘটনা দেখে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ওহাব আলী জানান, আমি কোনদিন কারো কোন অন্যায় করিনি। অথচ কেন বা কি কারণে আমার এতবড় ক্ষতি করা হলো আমি জানিনা। আমদহ ইউনিয়নের সদস্য দরুদ আলী বলেন ফসলের সাথে এধরনের শত্রæতা কোনভাবে মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্থ চাষী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।