মেহেরপুর নিউজ,০২ জানুয়ারি:
কৃষকদের কলা চাষে উদ্বুদ্ধ করণে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মেহেরপুর সদর উপজেলা কার্যালয়ের মাধ্যমে ৩৩জন কলা চাষীদের মাঝে ৬ লাখ ১০ হাজার টাকা ঋন বিতরন করা হয়েছে ।
সোমবার বিকালে কার্যালয় মিলনায়তনে ঋন বিতরন সভার চাষীদের হাতে এই ঋনের টাকা তুলে দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার বন্দর পূর্বপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, মেহেরপুর সদর উপজেলা কার্যালয়ের পল্লী উন্নয়ন কর্মকর্তা রত্মা রানী পাল। বিশেষ অতিথি ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কাওসার আলি। বক্তব্য রাখেন বিআরডিবির পরিদর্শক সাইফুল ইসলাম ও সমিতির ম্যানাজার বাবুল আক্তার।