মেহেরপুর নিউজ, ৩১ জুলাই:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পরিচালন ও উন্নয় প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী সারফেস ওয়াটার ব্যবহারের মাধ্যমে মৎস চাষ ও কৃষি এবং উৎপাদন মূখী টেকসই সমিতি গঠনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি সংক্রান্ত প্রশিক্ষন সমাপ্ত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশানাল কো-অপারেশন (জায়কা) এর সহযোগীতায় এ প্রশিক্ষন আয়োজন করা হয়। উপজেলা সমš^য় কর্মকর্তা স্বপন কুমারের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত সমাপনি দিনে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জায়কা’র প্রতিনিধী নুরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জাকির হোসনে প্রমূখ।