মেহেরপুর নিউজ,৩০ এপ্রিল:
মেহেরপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মইনুল হোসেন মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার সকালে সদর উপজেহলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল কাশেম, সমাজ সেবা কর্মকর্তা আবু বকর সিদ্দিকী প্রমুখ।