মেহেরপুর নিউজ:
করোনা সন্দেহে শরিফুল ইসলাম নাহিদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর তাকে মেহেরপুর শহরের শেখপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
শরিফুল ইসলাম নাহিদ মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের বজলুর রহমানের ছেলে। প্রায় সাত বছর পূর্বে নাহিদ শহরের পৌর ঈদগাহ পাড়ায় বসবাস করে আসছিল। নাহিদ ঢাকার কেরানীগঞ্জে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত অবস্থায় ঠান্ডা ও জ্বরে আক্রান্ত হয়।
এদিকে মঙ্গলবার ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যার পূর্বে নাহিদের লাশ মেহেরপুর পৌঁছার পর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মেহেরপুর শহরের শেখপাড়া কবরস্থানে দাফন করা হয়।