এক ঝলক

মেহেরপুরে করোনা ভাইরাস আক্রান্ত মাকে বাড়িতে ঢুকতে দিলো না সন্তান

By মেহেরপুর নিউজ

May 26, 2020

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস আক্রান্ত মাকে বাড়িতে ঢুকতে দিলো না তার সন্তান। এমনটি ঘটেছে মেহেরপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের তাঁতীপাড়ায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেখেছেন।

মঙ্গলবার দুপুরের দিকে তাকে উদ্ধার করা হয়। জানা গেছে মেহেরপুর শহরের ৩ ওয়ার্ডের তাতিপাড়ার গোপীনাথ সাহারএর স্ত্রী পুষ্প রানী সাহা দীর্ঘদিন যাবত ঢাকায় অবস্থান করছিলেন।ঢাকায় অবস্থানকালে তিনি করোনা ভাইরাস আক্রান্ত হন ।

এদিকে মঙ্গলবার ঢাকা থেকে একটি প্রাইভেট কার যোগে নিজ বাড়ি মেহেরপুরে আসলে করেনা ভাইরাস আক্রান্ত হওয়ায় তাকে বাড়িতে ঢুকতে না দিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে দেয় তার সন্তান মানষ কুমার সাহা । বেশ কিছুক্ষণ বাড়ির সামনে অবস্থান করার পর পুষ্প রানী সাহা ওই গাড়িতে করে ঢাকা ফেরার সিদ্ধান্ত নেন।

পরে খবর পেয়ে মেহেরপুর ট্রাফিক পুলিশের সদস্যরা মেহেরপুর পুলিশ লাইনের কাছ থেকে গাড়িটি আটক করে। পরে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।