করোনাভাইরাস

মেহেরপুরে করোনা ভাইরাসে মৃত্যু‘র গুজব

By মেহেরপুর নিউজ

March 23, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়া বেলে গাড়ি গ্রামে মালয়েশিয়া প্রবাসী ময়নুদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

সোমবার দুপুরের দিকে হূদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে হয়েছে বলে জানা গেছে। ময়নুদ্দিন বেলেগাড়ী গ্রামের জেহের আলীর ছেলে। প্রায় ২ সপ্তাহ পূর্বে ময়নুদ্দিন মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন।

সোমবার সকালে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করলে তিনি মেহেরপুর শহরে এসে চিকিৎসকের পরামর্শ শেষে বাড়ি ফিরে যান। পর দুপুরের দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে সারা বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠিক সেই মুহূর্তে প্রবাসী ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থান থেকে অনেকেই সাংবাদিকদের কাছে জানতে চান আসলে বিষয়টা কি? এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি সহ স্বাস্থ্য বিভাগের অনেকের সাথে যোগাযোগ করা হলে হূদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।