মেহেরপুর নিউজ, ২০ জুন:
মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে আব্দুল মহি লাল্টু (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালে আইসোলেশনে ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মহি মেহেরপুর শহরের নতুন পাড়ার মোহর আলী মুক্তারের ছেলে। এ পর্যন্ত মেহেরপুর জেলায় ১৫শ’১৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩৯জন। সুস্থ ১৫ জন ও মারা গেছে ৪ জন।
মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দীন জানান, আব্দুল মহি লাল্টু গত ৪ দিন যাবৎ মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার রাতে তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ আসে। সরকারী স্বাস্থ্যবিধি অনুযায়ী আব্দুল মহি লাল্টুর লাশ দাফন করা হবে।
সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করেছেন। কোন কারণে বাড়ির বাইরে বের হলে অবশ্যই মুখে মাস্ক পরে বের হবার আহবান জানিয়েছেন তিনি।