মেহেরপুর নিউজ:
মেহেরপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা। অতীতের দিনগুলোতে আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে একের পর এক। এ অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। মৃত্যু হয়েছে ৩ জনের। এ নিয়ে জেলায় বর্তমানে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৫ জন। এবং মৃত্যুবরণ করেছেন আরো ৩ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানাযায়, করোনা পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ৩৯৮ জনের রিপোর্ট আসে (পিসিআর ল্যাব-১৮০, এন্টিজেন-২১০, জিন এক্সপার্ট-৮) এর মধ্যে ১৫৪ জন আক্রান্ত। নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬৯ জন, গাংনী উপজেলায় ৭২ জন এবং মুজিবনগর উপজেলায় ১৩ জন। এবং জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র অনুযায়ী জেলায় মৃত্যুবরণ করেছেন ৮৩ জন। এর মধ্যে সদরে ৩৫ জন, গাংনী ২৯ জন এবং মুজিবনগরে ১৯ জন। এছাড়াও ১৭৯৩ জন ইতিমধ্যেই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিভাগ বলছে- লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণেই মেহেরপুরে দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।