মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলায় করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত আছে। জেলা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। মৃত্যুবরণকারী দুইজনের মধ্যে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের কোরবান আলী (৬৫) ও মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আশরাফ আলী (৬৫)। এ নিয়ে জেলায় মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়ালো ৩৫ জন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন জেলা ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩৩০ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন এবং সুস্থ হয়েছেন ১০১৭ জন। মঙ্গলবার রাতে সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্তই ৩০ জনের মধ্যে সদর উপজেলার ১৬ জন, গাংনী উপজেলার ১৩ জন ও মুজিবনগর উপজেলার ১ জন ।
তিনি আরও জানান, জেলায় বর্তমানে জেলায় আক্রান্ত ৩৩০ জন। এর মধ্যে সদর উপজেলায় ১২৫ জন, গাংনী উপজেলায় ১২৫ জন ও মুজিবনগর উপজেলায় ৮০ জন আক্রান্ত হয়েছেন।