মেহেরপুর নিউজ:
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য আরো ৩০ জনের নমুনা পাঠানো হয়েছে। রবিবার মেহেরপুর জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য এ সকল নমুনা পাঠানো হয়।
মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে আজ রবিবার কোন রিপোর্ট আসেননি বলে তিনি জানান।
উল্লেখ্য, মেহেরপুর জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে মেহেরপুরে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১ জন।