মেহেরপুর নিউজ, ১০ সেপ্টেম্বর: আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মসুলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ঈদের নামাজকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে জেলার সকল ইদগাহ ময়দান। চলুন জেনে আসি কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে: জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হবে নতুন পৌর ঈদগাহ মাঠে সকাল ৮ টায় । ইমামতি করবেন মাও. আব্দুল হান্নান। প্রধান জামাত শেষে মহিলা জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। ইমামতি করবেন হাফেজ আব্দুল করিম। দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হবে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অবস্থিত পুরাতন ঈদগাহ মাঠে সকাল ৮.১৫ মিনিটে । জামাতে ইমামতি করবেন হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রোকনুজ্জামান। ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে কোর্ট মসজিদ প্রাঙ্গনে সকাল ৮ টা ৪৫ মিনিটে। ইমামতি করবেন কোর্ট মসজিদের ইমাম আলহাজ আনছার উদ্দিন বেলালী। এছাড়াও সদর থানা চত্বরে সকাল সাড়ে ৭ টায়, বেড়পাড়া ইদগাহ ময়দানে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বেড়পাড়া ইদগাহ ময়দানের জামাতে ইমামতি করবেন বেড়পাড়া জামে মসজিদের ইমাম মুফতি সাদেকুল ইসলাম। শহরের সামছুজোহা পার্কে আহলে হাদিসের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায়। এখানে একই সাথে মহিলারও জামাতে অংশ গ্রহন করতে পারবে। ইমামতি করবেন মাওলানা খালেদ সাইফুল্লাহ। এছাড়াও খন্দকার পাড়া ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ইমামতি করবেন মাওলানা সানোয়ার হোসেন। শেখ পাড়া ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭ টায়। ইমামতি করবেন হাফেজ হাবিবুর রহমান। তাঁতীপাড়া মহিলা দাখিল মাদ্রাসা ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ইমামতি করবেন খান পাড়া মসজিদের ইমাম হাফেজ রায়হান খান।