মেহেরপুর নিউজ,২৬ অক্টোবর:
ভেজাল ঔষধ পরিহার ও মেয়াদ উত্তির্ণ ঔষধ বিক্রি না করার বিষয়ে সতকর্তা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরের ঔষধ ব্যবসায়ীদের (ফার্মেসী মালিক) সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা ঔষধ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ঔষধ ব্যবসায়ীর সমিতির সভাপতি আনোয়ারুল মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন এনডিসি রামানন্দ পাল, জেলা মার্কেটিং কর্মকর্তা আকমল হোসেন, প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো, ক্যাব সভাপতি রফিকুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল লতিব প্রমুখ।