মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ মার্চ: মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতুর ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুর পৌর সভায় ওয়াইফাই সার্ভিস ( ফি ইন্টারনেট) সেটিংসের কাজের উদ্বোধন করা হয়েছে। এ লক্ষ্যে বিটিসিএল’র প্রধান কার্যালয়ের মাইক্রো ওয়েভ সংরক্ষন বিভাগ-১ এর ২ জন প্রকৌশলী মেহেরপুর পৌরসভায় এসে এ কাজ শুরু করেছেন। এর আগে বুধবার সন্ধ্যায় মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু ওয়াইফাই সার্ভিস সেটিংস কাজের উদ্বোধন করেন। এ পরপরই বিটিসিএল প্রধান কার্যালয়ের মাইক্রো ওয়েভ সংরক্ষন বিভাগ-১ উপসহকারী প্রকৌশলী সৈয়দ আলী আকবর ও কাইসার সরোয়ার ওয়াইফাই সেটিংসের কাজ শুরু করেন।
উল্লেখ্য, ২৮ ফেব্রয়ারি সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুর নিউজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড. পল্লব ভট্রাচার্য’র প্রস্তাবের আলোকে মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু মেহেরপুর শহরে ২৬ মার্চ ওয়াইফাই সার্ভিসের উদ্বোধন করবেন বলে ঘোষনা দেন। সে মোতাবেক ওয়াইফাই সার্ভিস চালু করার লক্ষ্যে সকল প্রকার কার্যক্রম হাতে নেয়া হয়।