মেহেরপুর নিউজঃ
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মেহেরপুরে ওয়াকথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম এর সভাপতিত্বে মুক্ত আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম।
মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল মনসুর এর সঞ্চালনায়, নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার। এই স্লোগানকে সামনে রেখে “কল্যান রাষ্ট্র গঠনে সমাজসেবার ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশা” শীর্ষক মুক্ত আড্ডায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেক, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি ইমতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, মুখ্য সংগঠক শাওন, সংগঠক আশিক রাব্বি প্রমুখ। এর আগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করা হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ জেলা প্রশাসন চত্বরে বেলুন উড়িয়ে সমাজসেবা দিবসের সূচনা করেন। এ সময় অন্যদের মধ্যে পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, জেলা খাদ্য কর্মকর্তাএম এম ইকবাল হোসেন,সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল মনসুর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ,বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর,শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, সিডিপি’র কো-অর্ডিনেটর জন পি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন(দীর্ঘ দুরুত্বের পদচারনা) অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে ওয়াকাথনটি মেহেরপুর কলেজ মোড় থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। ওয়াকাথনে অন্যদের মধ্যে জেলা সমাজসেবা অধিদপ্তরে উপ-পরিচালক আসাদুল ইসলাম,সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা আবুল মনসুর, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর,শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।পরে ওয়াকাথন ভালো পারফরম্যান্স করাই একরাতুন জাহান ঐশি এবং মাহামুদ হাসান দিগন্তকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।