মেহেরপুর নিউজ:
বাংলার ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এ হা-ডু-ডু খেলা।
শুক্রবার সন্ধ্যায় পোস্ট অফিস পাড়ায় অনুষ্ঠিত হাডুডু টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর এবং সুবিদপুর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। সেমিফাইনাল খেলায় আশরাফপুর ৫৯-২২ পয়েন্টে শোলমারীকে এবং সুবিদপুর ৪১-৩৪ পয়েন্ট রাজনগরকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। রাতে ফাইনালে আশরাফপুর এবং সুবিদপুর একে অপরের সঙ্গে মোকাবেলা করবে।
এর আগে দুপুরে মেহেরপুর পোস্ট অফিস পাড়ায় বন্ধু একাদশ হাডুডু টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।