মেহেরপুর নিউজ ২৪ ডটকম,০৪ মার্চ :
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস সফল ভাবে পালনের লক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মাহমুদ হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) হেমায়েত হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানউল্লাহ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম,সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবদুস সালাম,মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মন্ডল, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,আলহাজ্ব আশকার আলী, জেলা মহিলা লীগের সভানেত্রী শামিম আরা হীরা, ভাষা সৈনিক ইসমাইল হোসেন, ড. রমেশ চন্দ্র নাথ, ডা. এম বাশার, ডিএফএ’র সভাপতি আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ। সভায় ঐতিহাসিক মুজিবনগর দিবস সফল ভাবে পালন করার লক্ষ্যে উপ কমিটি গঠন করা হয়।