মেহেরপুর নিউজ :
সারাদেশের ন্যায় মেহেরপুরেও এসএসসি পরীক্ষা শুরু সারাদেশের ন্যায় মেহেরপুরেও দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।
মেহেরপুর জেলার ১৩টি কেন্দ্রে এসএসসি, ২টি কেন্দ্রে দাখিল এবং ৩টি কেন্দ্রে এসএসসি (ভকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা বেলা সাড়ে ১১টায় শেষ হবে। ১ম দিন সকালে অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা। এবার সংক্ষিপ্ত সিলেবাসে এবং প্রতি বিভাগে তিন বিষয়ে (নৈর্ব্যক্তিক) পরীক্ষা নেওয়া হবে।
আগামীকাল সোমবার সকালে মানবিক বিভাগে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বিকালে ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু হলেও বৈশ্বিক মহামারি করোনার কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার যথাসময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
বর্তমানে করোনায় আক্রান্তের হার সহনীয় মাত্রায় পৌঁছানোয় পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার দেড় ঘণ্টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ তিনটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে। এ বিষয়গুলোর ফলাফল মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে। মেহেরপুর জেলায় ১ম দিন ১ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে।
এর মধ্যে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮৩ জন, মেহেরপুর সরকারি বালিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮১ জন, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭০ জন, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩১ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ১৭৬ জন, গাংনী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৫০ জন, বামন্দী নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১২৫ জন, বামন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৭৬ জন, বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬৩ জন, রায়পুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১২০ জন, জুগিরঘোপা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭ জন, মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯০ জন, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে।
এছাড়া এসএসসি দাখিল পরীক্ষায় ২টি কেন্দ্রে ৫৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। ১ম দিন কুরআন মজিদ ও তাজভিদ পরীক্ষায় মেহেরপুর দারুল উলুম আহমেদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩৭৪ জন এবং গাংনী সিদ্দিকিয়া মাদ্রাসা কেন্দ্রে ১৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় মেহেরপুর জেলায় ৩টি কেন্দ্রে ১ হাজার ১৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে।
১ম দিন মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪৫১ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ৫৩৮ জন এবং দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে।