মেহেরপুর নিউজ, ৩১ মে: সারা দেশের ন্যায় যশোর বোর্ডের অধীনে মেহেরপুর জেলার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ থেকে ৫৭ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাশ করাসহ ৩০ জন জিপিএ ৫, গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজ ১২০ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস সহ ৬০ জন জিপিএ ৫ এবং মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৮৪ জন পরীক্ষা দিয়ে ৪৩ জন এ প্লাসসহ ২৬৪ জন পাশ করার খবর পাওয়া গেছে।
সোমবার সকাল ১০ টার পর থেকে পরীক্ষার্থীদের মোবাইল ফোনে রেজাল্টের ম্যাসেজ আসা শুরু হয়। করোনা ভাইরাসের কারণে এবারই প্রথম বাড়ি বসেই মোবাইলে ম্যাসেজের মাধ্যমে এসএসসি পরীক্ষার কাংখিত ফলাফল পেয়েছে পরীক্ষার্থীরা।
এদিকে, পরীক্ষার্থীরা ফলাফল পেলেও জেলাবাসী পরীক্ষায় মেহেরপুর জেলার পাশের হারসহ অন্যান্য তথ্য পেতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিস।