বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এসএসসি ও সমমান পরিক্ষা শুরু

By Meherpur News

April 10, 2025

মেহেরপুর নিউজ:

যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় সারা দেশের ন্যায় মেহেরপুর জেলাতে একযোগে পরীক্ষা শুরু হয়।

মেহেরপুর জেলার ৩টি উপজেলা থেকে এবার ৮ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় রয়েছেন ৬ হাজার ৯১৪, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ হাজার ৫৬ এবং দাখিল পরীক্ষায় ৭০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এসএসসি পরীক্ষায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৪৯২ জন।

গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ৩ হাজার ৫১০ জন এবং মুজিবনগর এর ৯১২ জন রয়েছে। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মেহেরপুর সদর উপজেলা ৩০২, গাংনী উপজেলা ৪৮৪ এবং মুজিবনগর উপজেলায় ২৭০ জন রয়েছে।

এদিকে দাখিল পরীক্ষায় মেহেরপুর সদর ৪২৩ জন এবং গাংনী উপজেলায় ২৮০ জন রয়েছে। এসএসসি পরীক্ষায় মেহেরপুর জেলায় মোট ১৩ কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৮৫৯, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় ৭৬৭ এবং আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৬৬ জন পরীক্ষার্থী রয়েছে।

গাংনী উপজেলায় ৮টি কেন্দ্রে ৩ হাজার ৫১০ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে। এর মধ্যে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ৪১৭, গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিক বিদ্যালয়ে ৬৮৩, বামুন্দি নিশিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রীয় ৪৫৮ জন।যুগিরঘোপা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪৫, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮৮ , বামুন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৪৮৪, বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৮৯  এবং রায়পুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

অপরদিকে মুজিবনগর উপজেলায় ২ কেন্দ্রে ৯১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬০৪  এবং দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০৮ জন রয়েছে।

এদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মেহেরপুর জেলার ৩ কেন্দ্রে মোট ১ হাজার ১৫৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩০২ জন।

মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২৭০  এবং গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৮৪ জন রয়েছে। অপরদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মেহেরপুরে দুটি কেন্দ্রে ৭০৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসায় ৪২৩ এবং গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় ২৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে।

এদিকে পরীক্ষা শুরু হওয়ার পর মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ, অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খায়রুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, মেহেরপুরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।