মেহেরপুর নিউজ:
সারাদেশে ন্যায় মেহেরপুরেও এইচএসসি, এসএসসি (ব্যবসা ব্যবস্থাপনা), এইচএসসি (ভোকেশনাল) ও আলিম পরীক্ষার প্রথম দিনে ৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। এরমধ্যে এইচএসসি পরীক্ষায় ১৬ জন,এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা ৩৪ জন, এইচএসসি ভোকেশনাল আলিম পরীক্ষায় ১৪ জন পরীক্ষার্থী রয়েছে।
পরীক্ষার্থীদের মধ্যে মেহেরপুর সরকারি কলেজ কেন্দ্রে ১ জন, মেহেরপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ৫ জন, ছহিউদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে ২জন, গাংনী মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে ১ জন বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬ জন,মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজে ২ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে (ভেন্যু সন্ধানী স্কুল এন্ড কলেজ) ১৪ জন,মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকে।