অন্যান্য

মেহেরপুরে এমপি ফরহাদ হোসেনকে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

April 10, 2015

মেহেরপুর নিউজ,১০ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলা বেসরকারী মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতির উদ্যোগে শুক্রবার বিকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে। সমিতির উপজেলা সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে সংসদ সদস্যর বাসভবনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরহাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সমিতির সম্পাদক ইসরাইল হোসেন, প্রধান শিক্ষক মোকলেসুর রহমান, আশরাফুজ্জামান, শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।