মেহেরপুর নিউজ,০১ মার্চ: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্যর মঞ্জুরিকৃত ২০১৪-২০১৫ অর্থবছরের ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন অনুদানের টাকা বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহীনুজ্জামান উপস্থিত ছিলেন। মেহেরপুরের বিভিন্ন এলাকার ৬০ জন অনাথের মাঝে ১ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।