মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ মে: মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার রবি মৌসুমে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এম,এল-৮ হাইব্রীড জাতের দান কাটার উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার আমঝুপি মাঠে আয়োজিত মাঠ দিবসে সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস,এম, নূর উদ্দীন আবু আল-হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এই প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক গোলাম মারুফ। বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম। অনুষ্ঠান শেষে ধান কাটার উদ্বোধন করা হয়। ১ শতাংশ জমির ধান কেটে মাড়ায় করে ৪৬ কেজি ফলন পাওয়া যায়। বক্তারা জানান এই জাতের ধান বিঘাপতি ৩৫-৪০ মন পর্যন্ত ফলন পাওয়া যাবে।