সারা দেশের ন্যায় মেহেরপুরেও বর্তমানে পেঁয়াজের দাম অনেক বেশি। মেহেরপুরের বাজারে পেঁয়াজের বর্তমান বাজার মূল্য পাইকারি ২০০ থেকে শুরু করে ২৩০ পর্যন্ত এবং খুচরা ২৫০ থেকে শুরু করে ২৬০। পেঁয়াজের দাম বাড়াই সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ ক্রেতাদের।
মেহেরপুর বড়বাজার আড়ৎ ব্যবসায়ীরা বলে, গত বছর যে পেঁয়াজ ২০-৩০ টাকায় কিনেছি সেই পেঁয়াজ বিক্রি করেছি ৩০-৪০ টাকা কেজি দরে আর এই বছর আমরা পেঁয়াজ কিনেছি ১৫০-২০০ টাকা কেজি দরে বিক্রি করছি ২০০-২৩০ টাকা।
খুচরা ব্যবসায়ীরা জানায়, পেঁয়াজের দাম বাড়াচ্ছে আড়ৎ ব্যবসায়ীরা পেঁয়াজ থাকা সত্ত্বেও দাম বাড়ানোর জন্য তারা পেঁয়াজ দিচ্ছে না। ক্রেতারা জানাই গত বছর যে পেঁয়াজ ৩০-৪০ টাকা দরে কিনেছি আর এ বছর সেই পেঁয়াজ কিনতে হচ্ছে ২৩০-২৫০ টাকা কেজি দরে। এসুযোগে এবছর শীতের সব সবজির দাম বিগত যে কোন সময়ের চেয়ে বেশী। সাধারণ ক্রেতাদের প্রশাসনের কাছে দাবী বাজার মনিটরিং এর মাধ্যমে পেঁয়াজেসহ সকল শীতের সবজির দাম নিয়ন্ত্রন করা।