মেহেরপুর নিউজ,২০ ডিসেম্বর: মেহেরপুরে এনটিভির জেলা প্রতিনিধি রেজ আন উল বাশার তাপসসহ ৭ পথচারী ছিনতাইয়ের কবলে পড়ে সর্বস্ব খুইয়েছে। ছিনতাইকারীরা এ সময় প্রায় ৪০ হাজার নগদ টাকা, ৭টি মোবাইল ফোন ছিনাতাই করে নিয়েছে। রবিবার সন্ধায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি থেকে পুড়াপাড়ায় যাবার সময় ইসলামপুর মাঠের মধ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, গাংনী উপজেলার পুড়াপাড়া থেকে একটি নসিমন আমঝুপি আসার পথে ঐ একই স্থানে আসলে ছিনতাইকারীরা নসিমন চালক তামিমের কাছে থেকে নগদ ২ হাজার টাকা, যাত্রী মকলেছের কাছে থেকে ১০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন, নুর হোসেনের কাছে ২ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন, বাশারের কাছে ২২ শ টাকা ও ১টি ফোন, রিপনের কাছে থেকে ২ হাজার টাকা ছিনতাই করে। একই সময়ে এনটিভি প্রতিনিধি তাপসের কাছে থেকে ২০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এসময় পথচারীরা তারিক নামের এক ছিনতাইতাইকারীকে চিনে ফেলায় ইসলাম নগর ও আমঝুপি গ্রামবাসী আমঝুপি হাটপাড়ায় তারিকের বাড়ি ঘেরাও করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্তলে পৌছে তারিককে আটক করে সদর থানায় নিয়ে আসে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাকি ছিনতাইকারী গ্রেফতারে চেষ্টা চলছে।