অন্যান্য

মেহেরপুরে এনজিও ব্যুরোর পরিচালকের সাথে মতবিনিময়

By মেহেরপুর নিউজ

May 31, 2015

মেহেরপুর নিউজ,৩১মে: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুরের এনজিও প্রতিনিধিদের সাথে এনজিও ব্যুরোর পরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাথেন এনজিও ব্যুরোর পরিচালক ড. মো: হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশরাফ হোসেন, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, সিডিপির কো অর্ডিনেটর জন পি বিশ্বাস, সুবাহ’র নির্বাহী পরিচালক মইনুল আলম প্রমুখ।