মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২১ জন করোনা ভাইরাস (কোভিড–১৯) রোগী শনাক্ত হয়েছে। এটাই এক দিনে জেলায় সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা বেড়ে বর্তমানে ১০৯।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে মেহেরপুর সদর উপজেলার ১১ জন, গাংনীতে ৯ ও মুজিবনগরে ১ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত ২৭৮ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৮ জন। আর সুস্থ হয়েছেন ১৪১ জন।
মেহেরপুর সিভিল সার্জন ডা: নাসির উদ্দিন জানান, করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ৪০ জনের রিপোর্ট এসেছে যার মধ্যে একটি ফলোআপ ২২ টি পজিটিভ ও বাকি ১৮ জনের নেগেটিভ রিপোর্ট। নতুন পজিটিভ গুলো মধ্যে মেহেরপুর সদর উপজেলার ১১টি, গাংনী উপজেলায় ৯ এবং মুজিবনগরে উপজেলার ১ টি । এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয় ।
তিনি আরো জানান, তিনি আরো জানান,আক্রান্তদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হবে। এছাড়া আক্রান্তরা নিজনিজ বাড়ি থেকে চিকিৎসা সেবা গ্রহন করবেন। নতুন করোনা আক্রান্ত ব্যক্তি সহ পূর্বের আক্রান্তদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ করা হচ্ছে। করোনায় আতংকি না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।