মেহেরপুর নিউজ, ২৬ এপ্রিল:
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মেহেরপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মেহেরপুর জেলা শাখার আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাদানি কেন্দ্রীয় কমিটির কাজী মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান, সদস্য আব্দুল মালেক। সদস্য সচিব নিশান সাবেরের সঞ্চালনায় বক্তব্য দেন অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, অ্যাড, ইব্রাহীম শাহিন, অ্যাড. শফিকুল আলম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহসভাপতি মফিজুর রহমান, শ্বাশত নিপ্পন, সবুক্তগীন মাহমুদ পলাশ, শওকত আরা মিমি প্রমুখ।
সম্মেলন শেষে গোলাম মোস্তফাকে আহবায়ক ও নিশান সাবেরকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক শওকত আরা মিমি, সবুক্তগীন মাহমুদ পলাশ, তুহিন আহমেদ, সদস্য পদে অ্যাড. একরামুল হক হীরা, অ্যাড. শফিকুল আলম, অ্যাড. ইব্রাহীম শাহিন, সাইদুর রহমান, শাশ্বত নিপ্পন, ওমর আলী, বদরুল হায়দার পাহাড়ী, মাহাবুব চান্দু, মফিজুর রহমান মফিজ, মোমিনুল ইসলাম খান, রিয়াজ উদ্দিন, মহিবুর রহমান মিন্টু, রেহানা মান্নান, রোকসানা কামাল, নুরুন্নাহার, সুলতানা রাজিয়া টনি, দিলারা জাহান বীনা, আফসারুল হাসান সুমন, আবুল কাশেম, জাহিদ হাসান রাজিব, আজিমুল বারী মুকুল,আনারুল ইসলাম।