মেহেরপুর নিউজ:
মেহেরপুরে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। আজ মঙ্গলবার সন্ধ্যায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ১৩৩ টি ফলাফলের মধ্যে একদিনে সর্ব্বোচ ৪২ জনের ফলাফল পজিটিভ এসেছে। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২২৫ জন।
নতুন পজেটিভ ১৩৩ টির মধ্যে এন্টিজেন ৫১, জীন এক্সপার্ট টেষ্ট ১৮ টি ও পিসিআর ল্যাবে ৬৪ টি নমুনা পরীক্ষা করা হয় যার মধ্যে ৪২ টি কোভিড পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলার ১২টি, গাংনী উপজেলার ২১ টি এবং মুজিবনগর উপজেলার ৯ ।
এ পর্যন্ত জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৩৯ জন ও মৃত্যু হয়েছে ২৭ জনের। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন- মেহেরপুরে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণেই দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।