মেহেরপুর নিউজ,২৮ মে: মেহেরপুুরে ১টি বাড়ি ১টি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে একটি বাড়ি একটি খামার পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬ জনের হাতে পুরস্কার তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রত্না রানী পাল। বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী আলমগীর কবির, আরিফুল ইসলঅম প্রমুখ। পুরস্কার প্রাপ্তরা হলো: উপজেলার বামনপাড়া গ্রামের মনোয়ারা খাতুন, শ্যামপুর গ্রামের সামসুন নাহার, চকশ্যামনগরের আজেদ আলী, পুরাতন দরবেশপুরের রিক্তা খাতুন, আমঝুপি গ্রামের উজ্জল ও শালিকা গ্রামের এনামুল।