মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর: বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের একটি বাড়ি একটি খামার প্রকল্পে পল্লি সঞ্চয় ব্যাংক রুপান্তরিত করায় মেহেরপুর সদর উপজেলা পল্লি উন্নয়ন অফিসের উদ্যোগে একটি আনন্দ র্যালী বের করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলা পল্লি উন্নয়ন অফিসার রত্না রানি পালের নেতৃত্বে আনন্দ র্যালিটি সদর উপজেলা পরিষদ থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে অন্যান্যদের মধ্যে ইউসিসি’র সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু,পল্লি উন্নয়ন অফিসরে সমন্বয়কারী আলমগীর কবির,ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী,হাশেম আলী,আবুল হোসেন,দিস্তার আলী,আনিছুর রহমান,আরিফুল ইসলাম, আজ্জেদ আলী,ইব্রাহীম হোসেন,মোমিনুল ইসলাম,মহিদুল ইসলাম,আলমগীর কবিরসহ ৪৫টি সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।