মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা উদযাপন করা হয়েছে। সোমবার মেহেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে সরস্বতীপূজা উদযাপন করা হয়।
সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী হিসেবে পরিচিত। সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এ জন্য তাঁকে বীণাপাণিও বলা হয়। সকাল থেকে মেহেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে দেবী সরস্বতীর বন্দনায় ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠে।
শাস্ত্রমতে, প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা তাঁদের নির্দিষ্ট স্থানে এসে পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেন। পুরোহিতদের মন্ত্রোচ্চারণ, অঞ্জলি প্রদান এবং দেবীর আশীর্বাদ কামনার মাধ্যমে পূজার মূল কার্যক্রম সম্পন্ন হয়। এরপর চলে প্রসাদ বিতরণ ও পূজা ঘিরে আনন্দঘন পরিবেশের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।