মেহেরপুর নিউজ,২৬ জুলাই:
মেহেরপুর জেলা সার্জজনিন পূজা উদযাপন কমিটির উদ্যোগে রোববার বিকালে উল্টোযাত্রার আয়োজন করা হয়। মেহেরপুর শহরের শ্রী শ্রী হরিভক্তি প্রদায়নী পূজা মন্ডপ থেকে উল্টো রথের যাত্রা শুরু হয়ে বামনপাড়া পূজা মন্ডপ ঘুরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নায়েব বাড়ি মন্দিরে এসে শেষ হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। জেলা সার্বজনিন পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক অভিজিৎ বুস, সদস্য দ্বিজেন্দ্রনাথসহ হিন্দু ধর্মালম্বী নারী পুরুষ রথ যাত্রায় অংশ নেয়।