মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু সহ জেলায় নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে।
সোমবার রাতে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৫৯ জন। নতুন আক্রান্তরা মধ্যে মেহেরপুর সদর উপজেলার ৭ ও গাংনী উপজেলার৩ জন ও মুজিবনগর উপজেলায় ৩ জন।
আক্রান্তরা হলেন, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস (৭০),মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মোস্তাফিজুর রহমান (৩৩) কোমরপুর, গাংনী ঈদগাহ পাড়ার আব্দুল হান্নান (৪৮) ও রেশমা খাতুন (৩৫) এবং করমদি হাই স্কুলের পাশে রেজাউল ইসলাম (৫০)। এছাড়াও মেহেরপুর সদর উপজেলায় ৭ জন।
জানাযায়, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস গত চারদিন অসুস্থ্য অবস্থায় মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান, করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ৪৬ জনের রিপোর্ট এসেছে যার ১৩ টি পজিটিভ রিপোর্ট । নতুন পজিটিভ গুলো মেহেরপুর সদর উপজেলার ৭ জন,গাংনী উপজেলার ৩ জন মুজিবনগরে ৩ জন । এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয় ।
তিনি আরো জানান,আক্রান্তদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হবে। নতুন করোনা আক্রান্ত ব্যক্তি সহ পূর্বের আক্রান্তদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ করা হচ্ছে। করোনায় আতংকি না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।