মেহেরপুর নিউজ,১১ মে: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শাহীনুজ্জামান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মন্ডল, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সফিউল আযম, সমাজ সেবা অফিসার আবু বকর প্রমুখ।