মেহেরপুর নিউজ,১০ ফেব্রুয়ারি:
মেহেরপুরে প্রশিক্ষিত, যুবক, সংগঠক ও উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার সময় মেহেরপুর সদর যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যেগে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে ঐ কর্মশালা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান মালিকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীনুজ্জমান, সদর থানা ওসি (তদন্ত) তরিকুল ইসলাম। কর্মশালায় সদর উপজেলার মোট ৪০ জন অংশ্র গ্রহন করেন।