মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে,উপজেলা প্রশাসন উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে উচ্চমূল্যে বাণিজ্যিক কৃষি (স্ট্রবেরি, ড্রাগন ফল, মাল্টা, ভিয়েতনামি নারিকেল, স্কোয়াশ, ব্রোকলি, কমলা ইত্যাদির উৎপাদন খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান মোমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা, উপজেলা কৃষি অফিসার নাসরিন আক্তার প্রমূখ।
প্রশিক্ষণের মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করছে।