মেহেরপুর নিউজ:
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে দুই দিনব্যাপী উই হাট বাজার মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালের দিকে মেহেরপুর বোস প্রাঙ্গণে খালিফা আক্তার তুসি ফিতা কেটে ২ দিন ব্যাপী উই হাট বাজার মেলার উদ্বোধন করেন।
সোমবার শুরু হওয়া এই মেলা চলবে বুধবার (২৭ মার্চ) পর্যন্ত। মেলায় ১৪টি স্টল অংশগ্রহণ করেছে। মেলায় একেকটি স্টলে হাতে তৈরি নানা ধরনের পণ্য সাজানো হয়েছে। কোনোটিতে পোশাক, তাঁতের শাড়ী, অলংকার, হস্তশিল্প, আচার, হোমমেড খাবার ও কোনো স্টলে বাহারি সাজসজ্জার উপকরণ।
খালিফা আক্তার তুসি বলেন, দেশের ৬৪ জেলায় উই হাটবাজার মেলা শুরু হয়েছে। ছোট ছোট পরিসরে এমন মেলা স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনার খাত তৈরি করবে। আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ মেলার আয়োজন করব।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাহাতুন্নেসা, মিফতাহুল মিলি,রকমারি সমাচারের উপজেলা প্রতিনিধ ফাল্গুনী আহমেদ, গাংনী উপজেলা প্রতিনিধি নুসরাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।