বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ঈদের জামাত কখন কোথায়

By Meherpur News

March 30, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ঈদের জামাত মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহরের পুরাতন ঈদগাহ মাঠে সকাল ৮-১৫ মিনিটে।

এছাড়াও মেহেরপুর জেলা মডেল মসজিদে ৭-৪৫ মিনিটে, থানা জামে মসজিদে ৭-৩০ মিনিটে, শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে আহলে হাদিসের জামাত সকাল ৬-৪৫ মিনিটে,।এবার প্রথম বারের মতো সদর উপজেলা মডেল মসজিদে ৮:৩০ মিনিটে এবং মহিলাদের জামাত সকাল ৮-৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার অন্যান্য ঈদগা মাঠে নিজ নিজ এলাকার সুবিধামতো সময়ে জামাত অনুষ্ঠিত হবে।