মেহেরপুর নিউজ:
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। মেহেরপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮-১৫ মিনিটে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদু-উল- ফিতর উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সভায় মেহেরপুর জেলা মডেল মসজিদে ৭-৪৫ মিনিটে, থানা জামে মসজিদে ৭-৩০ মিনিটে, শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে আহলে হাদিসের জামাত সকাল -৬-৪৫ মিনিটে, উপজেলা মডেল মসজিদের ৮:৩০ মিনিটে এবং মহিলাদের জামাত সকাল ৮-৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া জেলার অন্যান্য ঈদগা মাঠে নিজ নিজ এলাকার সুবিধামতো সময়ে জামাত শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)তরিকুল ইসলাম, (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, জেলা ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, তথ্য অফিসার আব্দুল্লাহ আাল মামুন,বড়বাজার জামে মসজিদের সভাপতি এ্যাড.মারুফ আহমেদ বিজন,বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেক, সিনিয়র সাংবাদিক মিজামুর রহমান, জেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ রোকনুজ্জামান,আবু ইউসুফ মিরন,থানা মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুন, জেলা মডেল মসজিদের ইমাম সাদিকুর রহমান, জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট আবীর হোসেন,পিপি সাইদুল রাজ্জাক,কৃষি বিপনন কর্মকর্তা তরিকুল ইসলাম ,উপানুষ্ঠানিক শিক্ষা বিভাগেের সহকারী পরিচালক সুরুজুজ্জামান,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আঞ্জুমান আরা, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাসিমা খাতুন,জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোজাফফর হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাগর, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পালসহ বিভিন্ন মসজিদের ইমাম উপস্থিত ছিলেন।