মেহেরপুর নিউজ:
তথ্য আপা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) মেহেরপুরে ই-কমার্স ও লাল-সবুজ ডট কম প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ই-কমার্স ও লাল-সবুজ ডট কম প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে ই-কমার্স ও লাল-সবুজ ডট কম প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণে বক্তব্য রাখেন তথ্য সেবা কর্মকর্তা (অতিরিক্ত) দায়িত্ব জেসমিন আক্তার, তথ্য সেবা সহকারি তানিয়া খাতুন, তথ্য সেবা কর্মকর্তা আরজিনা খাতুন, সান্তনা আক্তার, সাবরিনা আক্তার, আনিসুর রহমান, আরিফুজ্জামান পলাশ প্রমুখ। পরে প্রশিক্ষনার্থীদেরু মাঝে ভাতা প্রদান করা হয়।