মেহেরপুর নিউজ, ২৯ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রদিপ্ত কুমার সাহা ওরফে সজল (৩৮) নামের এক সাবেক শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে সদর থানার এএসআই হাসান শাহরিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কামদেবপুর গ্রামের মিয়ারুলের বাড়ি থেকে তাকে আটক করে। এসময় মিয়ারুল সহ আরো দুইজন পালিয়ে যায়। আটক সজল মেহেরপুর শহরের মল্লিকপাড়ার মৃত গোপাল সাহার ছেলে। পুলিশের দাবি সজল দির্ঘদিন মাদক বিক্রি করে আসছেন। এএসআই হাসান শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামদেবপুর গ্রামের মিয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ইয়াবা বিক্রি করার সময় হাতে নাতে ৪০ পিস ইয়াবাসহ সজলকে আটক করা হয়। এসময় বাড়ির মালিক মিয়ারুল ও একজন অজ্ঞাত ক্রেতা পালিয়ে যায়। আটক সজলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, প্রদিপ্ত কুমার সাহা সজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। বিদ্যালয়ে দিনর পর দিন অনুপস্থিত থাকার কারনে এর আগে তিনি চাকরিচ্যুত হয়। চাকরিচ্যুত হওয়ার পর থেকে সে বিভিন্ন কোম্পানীতে মার্কেটিং অফিসার হিসেবে কাজ করেছেন।