মেহেরপুর নিউজ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মেহেরপুর শহরের কাথুলী সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে সমেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মেহেরপুর সদর থানার সভাপতি মাওলানা সালাউদ্দিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাসানুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা খাদিমুল ইসলাম, গাংনী থানার সভাপতি মোস্তাফিজুর রহমান সেন্টু।