মেহেরপুর নিউজ,২৮ জানুয়ারি: মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জেলা পর্যায়ের সকল শিক্ষক ও কেয়ারটেকারদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স,দাওয়াতী ও শুকরিয়া মাহফিল,হামদ,নাত ও কিরআত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক একেএম শাহিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মাজেদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব পিপিএম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মশিউর রহমান ভুঁইয়া, সহকারী পরিচালক জহিরুল ইসলাম মিঞা, মাওলানা আনছার উদ্দিন বেলালী প্রমুখ।