এক ঝলক

মেহেরপুরে ইয়াবাসহ কারারক্ষী আটক

By মেহেরপুর নিউজ

June 23, 2020

মেহেরপুর নিউজ:

ইয়াবাসহ আব্দুল আলিম বিশ্বাস নামের এক কারারক্ষীকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার খন্দকার পাড়া গ্রাম থেকে তার ভাড়া করা একটি বাড়ি থেকে ৬৫ পিস ইয়াবাসহ আলীমকে আটক করে।

আব্দুল আলিম বিশ্বাস মেহেরপুর জেলখানায় বর্তমান কর্মরত কারারক্ষী। তার কারারক্ষী নং। ৪১৯১১। আটক আলিম বিশ্বাস কুষ্টিয়া জেলার দৌলতপুর হাসপাতালপাড়া তজির উদ্দিন বিশ্বাসের ছেলে।

মেহেরপুর ডিবির ওসি জুলফিকার আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জুলফিকার আলী জানান, বিকেলের দিকে গোপন সূত্রে খবর পেয়ে খন্দকার পাড়ায় ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ৬৫ পিস ইয়াবাসহ ইয়াবা বিক্রি সরঞ্জামাদি উদ্ধার করে এবং তাকে আটক করে।

পরে বিষয়টি মেহেরপুর কারা কর্তৃপক্ষ অবহিত করা হয়। আব্দুল আলিম বিশ্বাস ইতোপূর্বে নড়াইল কারাগারে চাকরি করা কালীন সময়ে সেখানে ইয়াবাসহ আটক হয় এবং চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল বলে জানা গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছিল। এদিকে মেহেরপুরের জেলার শরিফুল ইসলাম জানান বিষয়টি আমরা মৌখিকভাবে জেনেছি আগামীকাল লিখিত পাওয়ার পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং বিভাগীয় মামলা দায়ের করা হবে।